জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে হাত-পা বাঁধা অবস্থায় সেনা সদস্যের স্ত্রী শাহিনা বেগম (৩৭)’র মৃতদেহ উদ্ধার ঘটনায় দুইজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন-হত্যার ক্লো জানতেই ১২ সেপ্টেম্বর রাতে তাদেরকে পুলিশ হেফাজতে আনা হয়। এখনো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন। ওদিকে ময়না তদন্তের পর নিহত সেনা সদস্যের স্ত্রী শাহিনা বেগমের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, দুরমুঠ গ্রামের সেনাসদস্য আ: সালামের স্ত্রী শাহিনা বেগম ১১ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে একাই ঘুমিয়ে ছিলেন। পরদিন সকালে শাহিনার সাড়া না পেয়ে প্রতিবেশিরা গেট ভেঙ্গে ঘরে প্রবেশ করে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধনগ্ন মৃতদেহ এবং বাসার মালামাল তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখে হইচই পড়ে যায়। খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনী এবং সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
শাহিনা বেগম আদ্রা ইউনিয়নের আলাইপাড় গ্রামের গুইন্ধে শেখের মেয়ে। দুরমুঠ গ্রামের সেনা সদস্য আ: সালামের সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে দুই সন্তান আছে। সেনা সদস্য বর্তমানে চট্রগ্রাম সেনানিবাসে কর্মরত। ওই সেনা পরিবারে দুই সন্তান আছে। ধারণা করা হচ্ছে ধর্ষণ শেষে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।