হারুন উর রশিদ: জামালপুরের বকশীগঞ্জে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক , অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং অন্যান্য কর্মকর্তাদের অপসারণ করে নার্সিং কর্মকর্তাদের এক দফা পদায়নের দাবিতে তিন ঘন্টার কর্মবিরতি পালিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফাইবৃন্দ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
এসময় সকল নার্স ও মিডওয়াইফারি হাসপাতালের সকল সেবা প্রদান থেকে বিরত থাকেন। ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও গর্ভবতী নারীদের দুর্ভোগ পোহাতে হয়।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহমুদা সিদ্দিকা শিউলি, সিনিয়র স্টাফ নার্স সাইমুন নাহার, সিনিয়র স্টাফ নার্স সঞ্চিতা সাথী, সিনিয়র স্টাফ নার্স মানসুরা আক্তার কল্প, মিডওয়াইফাই সানজিদা হক, মিডওয়াইফাই নাসরিন জাহান নিলা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।