শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে রৌমারী সদর ইউনিয়নের রতনপুর, বন্দবেড় ইউনিয়নের ঝুনকির চর ও চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামের জামে মসজিদ ভবনের ওয়াল, ওযুখানা, টয়লেট, পানির টেংকি, বারান্দা, মেঝে প্লাস্টার, জানালা ও দরজাসহ বিভিন্ন নির্মাণ কাজে নগদ অর্থ প্রদান করেন আল যাকাত সাদাকা ও মাসস্তুল ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে তিনটি মসজিদের পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ সমাজের গণ্যমান্য ব্যক্তির কাছে এই নগদ অর্থ হস্তান্তর হয়।
জানা গেছে, গত কয়েক মাস আগে এই তিনটি জামে মসজিদ নির্মাণ কাজ শুরু করেন গ্রামবাসিরা। মসজিদের তহবিল না থাকায় এই তিনটি মসজিদের কাজ বন্ধ রাখেন তারা। পরে আল যাকাত সাদাকা ও মাসস্তুল ফাউন্ডেশনের কাছে স্থানীয় আরএসডিএ’র এনজিও’র সংস্থার মাধ্যমে মসজিদ সংস্কারের জন্য অর্থ সহায়তার আবেদন করেন মসজিদ কমিটি। পরে ওই ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মসজিদগুলো দেখার জন্য সরেজমিনে আসেন এবং আল যাকাত সাদাকা ও মাসস্তুল ফাউন্ডেশন এর যেীথ উদ্যোগে প্রথম দফায় কিছু নগদ অর্থ কমিটির হাতে দেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আবারোও কিছু অর্থ দেন ওই ফাউন্ডেশন। পর্যায়ক্রমে ওই তিনটি জামে মসজিদের নির্মার্ণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই ফাউন্ডেশন থেকে অর্থ দেওয়া হবে বলে জানান আল যাকাত সাদাকা ও মাসস্তুল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল যাকাত সাদাকা ও মাসস্তুল ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরাফুল আলম, আরএসডিএ’র নির্বাহী পরিচালক মো. ছাইফুর রহমান, জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ক্যাশিয়ার আশরাফুল ইসলাম, গ্রামের মাতাব্বর আবুল কালাম, শাহিনুর, তৈয়বুর রহমান আকাশ, গেল্লা মিয়া ও বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী শাখার সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ।
আল যাকাত সাদাকা ও মাসস্তুল ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরাফুল আলম জানান, প্রত্যন্তঞ্চলে আল্লাহ ইবাদত করার জন্য মসজিদের খুবই প্রয়োজন। এই লক্ষ্যে এসব এলাকার তিনটি মসজিদ নির্মাণ কাজ শুরু করলেও অর্থ সংকটের কারনে কাজগুলো সম্পন্ন করতে পারেনি। আমাদের কাছে আবেদন করার পর সরেজমিনে গিয়ে দেখি এবং দুই দফায় অর্থ প্রদান করা হয়েছে। মসজিদের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা পর্যায়ক্রমে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ দিতে থাকবো। এই অর্থ পেয়ে এলাকার মানুষ সবাই খুশি এবং আনন্দিত।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।