সেবা ডেস্ক: বাহারুল আলম নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেলেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন এই কর্মকর্তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করবেন।
নতুন আইজিপি হলেন বাহারুল আলম |
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ ও আন্তর্জাতিক মিশনে দক্ষতা অর্জনকারী কর্মকর্তা বাহারুল আলম। বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
বাহারুল আলম দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিশেষ শাখা (এসবি) ও সদর দফতরে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতরে শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কাজ করেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে তার ভূমিকা প্রশংসিত হয়।
এর আগে তিনি ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনের মতো দেশে আন্তর্জাতিক দায়িত্ব পালন করেছেন। তবে এই মেধাবী কর্মকর্তা দুই দফা পদোন্নতিবঞ্চিত হওয়ার পর ২০২০ সালে অবসরে যান।
গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশের পুলিশ বিভাগে বড় ধরনের রদবদল ঘটে। একাধিক শীর্ষ কর্মকর্তাকে অবসর বা কারাবাসে পাঠানো হয়। তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাবন্দি।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক আলোচনায় বলেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আইজিপি ও ডিএমপি কমিশনারকে পরিবর্তন করে নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে।"
বাহারুল আলমের নিয়োগের মাধ্যমে পুলিশের শীর্ষ পদে এমন একজন ব্যক্তিত্ব আসলেন, যার অভিজ্ঞতা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। নতুন আইজিপির অধীনে সুশাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যাশা করা হচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।