পার্লামেন্ট ব্যতীত সংবিধান সংশোধনের অধিকার নেই: আরিফ

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ভূমি উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, সংবিধান সংশোধনের অধিকার একমাত্র পার্লামেন্টের। অন্তর্বর্তীকালীন সরকার এ অধিকার প্রয়োগ করতে পারে না।

পার্লামেন্ট ব্যতীত সংবিধান সংশোধনের অধিকার নেই: আরিফ
পার্লামেন্ট ব্যতীত সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: হাসান আরিফ


ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ জোর দিয়ে বলেছেন যে, সংবিধান সংশোধন করার অধিকার কেবলমাত্র পার্লামেন্টের। কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোনো সংস্থা এ অধিকার প্রয়োগ করতে পারে না।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সংবিধান প্রণয়নে জন অংশগ্রহণ: অন্তর্ভুক্তিমূলক-গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।


হাসান আরিফ বলেন, “এমন ধারণা প্রচার করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধন করতে পারে। এটা সম্পূর্ণ ভুল। সংবিধান সংশোধনের ক্ষমতা একমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পার্লামেন্টের। আগামীতে যে পার্লামেন্ট গঠিত হবে, তারাই সংবিধান সংশোধন করার দায়িত্ব পালন করবে।”

তিনি আরও বলেন, "জনগণের প্রত্যাশা ও দাবিগুলো" বিভিন্ন কমিশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এই কমিশনগুলো একটি খসড়া প্রস্তাব তৈরি করবে, যা নাগরিক চার্টার হিসেবে আগামী পার্লামেন্টের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।


আলোচনায় সংবিধান প্রণয়নে জনগণের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে হাসান আরিফ বলেন, "যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি জনগণের আকাঙ্ক্ষা। কমিশনগুলো জনগণের দাবি ও প্রয়োজনীয়তা তুলে ধরছে। এটা একধরনের দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক ভিত্তি গড়ে তোলার চেষ্টা।"


অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইনের ইতিহাস গবেষক রাশেদ রাহম, জাতীয় নাগরিক কমিটির সদস্য মো. মিরাজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ।

এছাড়া বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের মডারেটর ড. আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি এবং ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের সভাপতি রাগীব আনজুমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top