জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের সোনহাট স্থলবন্দরের ব্যবসায়িদের সংগঠন আমদানি-রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে সোনাহাট স্থলবন্দরে সংগঠনটির কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে ব্যবসায়ি ইফতে খাইরুল ইসলাম শ্যামাকে আহŸায়ক, আবুল হোসেন ব্যাপারীকে যুগ্ম আহŸায়ক ও ব্যবসায়ি ইছাহাক আলীকে সদস্য সচীব করে ৯ সদস্যের আহŸায়ক কমিটি ঘোষনা করা হয়।
অন্যান্য সদস্যরা হলেন সাইফুর রহমান, আবু হেনা মাসুম,কবির হোসেন,শফিকুল ইসলাম,মোজাহারুল ইসলাম ও এরশাদুল হক। এর আগে গেল বুধবার নিয়মিত কমিটির মেয়াদ শেষ হলে তা ভেঙ্গে দেয়া হয়।
কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার বিএনপির দুই গুরুপের দ্বন্দ প্রকাশ্যে আসে। কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গুরুপের একি স্থানে সমাবেশের ডাক দিলে বিশৃংখল পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারী করে প্রশাসন। এই আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সকল দ্বন্দ নিরসণ হবে বলে ধারণা ব্যবসায়ীদের।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।