জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে সাধুসঙ্গ মিলন মেলা ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় মহিরামকুল বাউল বিপ্লব মন্ডলের বাড়িতে অনুষ্ঠিত হয়।
শিশু শিল্পী সাফিন মন্ডলের সৌজন্যে ভাবনগর সঙ্গীত একাডেমি এর আয়োজন করেছে।
সাধু স›ধ্যায় সভাপতিত্ব করেন-মাহমুদপুর হাবিবুর রহমান কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু।
ময়মনসিংহ শিল্পচার্য জয়নুল আবেদীন চারুকলা ইনস্টিটিউটের প্রিন্সিপাল আব্দুর রউফ হীরা, বাংলাদেশ বেতার-বিটিভির শিল্পী বাউল বিপ্লব মন্ডল, বেলতৈল হাই স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুল্লাহ, মেলান্দহ শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুল আলম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, সাংস্কৃতিক কর্মী ফারুক আহম্মেদ, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খান, রায়ের বাকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কণ্ঠশিল্পী নজরুল ইসলাম, বাগবাড়ি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান মুক্তা মাস্টার, সাংস্কৃতিক কর্মী হাসমতুল্লাহ হাশেমসহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।#
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।