জামালপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলনে দুর্বৃত্তদের হামলা, আহত ২০

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: জামালপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলনে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকসহ ২০ জন আহত। সম্মেলন চলাকালে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত।

জামালপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলনে দুর্বৃত্তদের হামলা, আহত ২০
জামালপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলনে দুর্বৃত্তদের হামলা, সাংবাদিকসহ আহত ২০


জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সম্মেলনে দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালিয়েছে। এতে এক সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পোগলদিঘা ডিগ্রি কলেজের মিলনায়তনে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র ইউনিয়নের সম্মেলনটি শুরু হয়েছিল বিকেলের দিকে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান চলছিল, কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত মিলনায়তনে ঢুকে এলোপাতাড়ি লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অধিবেশনটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে হামলাকারীরা সম্মেলনে উপস্থিতদের ওপর মারধর শুরু করে।

আহতদের মধ্যে রয়েছেন ডেইলি স্টারের জামালপুর প্রতিনিধি শহিদুল ইসলাম, বাংলাদেশ যুব ইউনিয়নের জামালপুর জেলার সভাপতি মাহবুব জামান, ছাত্র ইউনিয়নের আহ্বায়ক শাহরিয়ার সৈকত।

সাংবাদিক শহিদুল ইসলাম জানান, সংবাদ সংগ্রহের জন্য কলেজের দিকে যাওয়ার পথে হামলাকারীরা তাঁকে আক্রমণ করে। পরিচয় দেওয়ার পরও তাঁকে মাথা ও শরীরে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং তাঁর মোটরসাইকেল নিয়ে যায়। শহিদুলকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান বলেন, “ছাত্র ইউনিয়নের সম্মেলন অত্যন্ত সুন্দরভাবে চলছিল। হঠাৎ সশস্ত্র দুর্বৃত্তরা ঢুকে সম্মেলন ভণ্ডুল করে দেয়। তারা যাকে পেয়েছে, তাকেই মারধর করেছে। তবে হামলার পেছনে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী, তা এখনও জানা যায়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁন মিয়া জানিয়েছেন, “সম্মেলনটি সম্পর্কে পুলিশকে আগে থেকে অবগত করা হয়নি। এটি গোপনে আয়োজন করা হয়। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহত ছাত্র নেতারা এবং তাদের সমর্থকরা এই হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার দাবি তুলেছেন।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top