জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে গৃহবধূ তিন সন্তানের জননী জরিনা বেগমের (২৬) নিজ বসত ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ সময় ঘরের বাইরে থেকে দরজা আটকে দেয়া ছিল। জরিনা বেগম সেলিম মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই স্বামী সেলিম মিয়া ও তার স্বজনরা দেড় বছরের কন্যা শ্যামলীকে নিয়ে গা ঢাকা দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ১০/১২ বছর আগে মাদারগঞ্জের গড়পাড়ার জহুরুল ইসলামের মেয়ে জরিনার সাথে গোবিন্দপুর গ্রামের বেলালের বিয়ে হয়। তাদের ঘরে তিন সন্তানও আছে। বড় ছেলে জুবায়ের আহমেদ (৮) মেলান্দহ মডেল প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে।
জরিনার মা বিউটি বেগম জানিয়েছেন, তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলতো। ঘটনার দিন তাদের তিন সন্তানই আমার বাড়িতে ছিল। বিউটি বেগমের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে প্রাণ নাশের পর লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখে। আমার কন্যার হত্যার বিচার চাই।
অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান-প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হয়েছে। রাতেই মৃতদেহ উদ্ধার করে পরদিন পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।