বকশীগঞ্জে বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

হারুন উর রশিদ: জুলাই বিপ্লবে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার বিচারের দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে ১৯ ডিসেম্বরের জনসভা অনুষ্ঠিত হবে।

বকশীগঞ্জে বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত


সেই জনসভাকে সফল করতে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে রোববার (১৫ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত যৌথ প্রস্তুতি সভা উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

প্রস্তুতি সভায় এসময় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুর রশিদ সাদা, সাবেক সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক একেএম মুছা, যুগ্ন আহবায়ক মাসুদ হাবিব পলিন, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব আতিকুর রহমান সাজু, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য স্বপন কুমার দাস, সদস্য নুরনবী ইসলাম নুরু, 

বকশীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. আশরাফ আলী, যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, বকশীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, সদস্য সচিব শহিদুর রহমান দুলাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, সদস্য সচিব বায়জিদ আলামিন, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, বকশীগঞ্জ সদর বিএনপির সভাপতি আব্দুর রউফ, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ সহ বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল , বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

সভা শেষে বকশীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স জানান, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ নির্বাচনী এলাকায় প্রথম বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।

আগামি ১৯ ডিসেম্বর দুপুরে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ  হাসিনার বিচারের দাবিতে লক্ষাধিক মানুষ এক সঙ্গে আওয়াজ তুলবে। 

এই জনসভাকে ঘিরে বিএনপির তৃণমূলে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে জনসভা সফল করতে প্রত্যেকটি ইউনিটকে নিদের্শনা ও প্রস্তুতি নিতে বলা হয়েছে। 

সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশে ১৯ ডিসেম্বর শহীদ জিয়ার সৈনিকরা হাসিনার বিচারকে তরান্বিত করতে জনসভায় যোগ দেবেন। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top