সেবা ডেস্ক: মাহফুজ আলম মব সংস্কৃতির বিরুদ্ধে কঠোর সতর্কতা দিয়েছেন। ইসলামের নামে উগ্রতা দেখালে তার পরিণতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
![]() |
মব সংস্কৃতি দেশকে ধ্বংস করছে, সতর্ক করলেন মাহফুজ আলম |
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক ও উপদেষ্টা মাহফুজ আলম ১১ ফেব্রুয়ারি রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি "তৌহিদী জনতা" পরিচয়দানকারীদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছেন এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও শৃঙ্খলার ওপর জোর দিয়েছেন।
মব সংস্কৃতির বিরুদ্ধে কঠোর সতর্কতা
মাহফুজ আলম বলেন, "আমি কাউকে হুমকি দেইনি, বরং সতর্ক করছি"। তার ভাষ্য অনুযায়ী, গত ১৫ বছর ধরে নিপীড়নের শিকার হওয়া একটি আন্দোলন এখন জাতীয় সম্ভাবনা সৃষ্টি করেছে, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ঝুঁকির মুখে পড়ছে। তিনি বলেন, "লক্ষ্যহীন ও দিকনির্দেশনাহীন মব সংস্কৃতি আমাদের শত্রুদেরই উপকৃত করছে"।
তিনি আরও বলেন, "আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকের মতোই দরদ আছে। আলেমদের প্রতি সম্মানও আছে। আমি নিজেও বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী। কিন্তু কেউ যদি তৌহিদের নামে উগ্রতা দেখায়, তবে সেটার পরিণতি সম্পর্কে সতর্ক করাও আমার দায়িত্ব।"
রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও ইসলামের প্রকৃত শিক্ষা
বাংলাদেশে স্থিতিশীলতা এখন অতি জরুরি উল্লেখ করে মাহফুজ আলম বলেন, "রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আমাদের কঠোর হতে হবে। কিন্তু এই কঠোরতা অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন ও নৈরাজ্য সৃষ্টি করছে।"
তিনি আরও বলেন, "আমরা ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়ছি, কিন্তু ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি নিজেরাই উগ্রতা দেখাই, তাহলে তা হবে আত্মঘাতী"। তিনি স্মরণ করিয়ে দেন, "গত ১৫ বছর ধরে আলেম, মাদ্রাসা ছাত্রসহ তৌহিদী জনতা নিপীড়নের শিকার হয়েছেন এবং সাম্প্রতিক অভ্যুত্থানেও তারা রক্ত দিয়েছেন"।
একতাবদ্ধ ও সুসংগঠিত আন্দোলনের আহ্বান
মাহফুজ আলম বলেন, "যে স্বাধীনতা এত রক্তের বিনিময়ে অর্জিত, সেই স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞার অভাব হলে ভবিষ্যতে আরও ভয়াবহ নিপীড়ন নেমে আসতে পারে।"
পোস্টের শেষে তিনি বলেন, "ব্যক্তিগত বিশ্বাস নিয়ে সন্দেহ তৈরি, পরিবারের সদস্যদের হুমকি দেওয়া বা অপমান করা নবীজির অনুসারী হিসেবে আমাদের পরিত্যাগ করা উচিত। বিভাজন ও ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার জন্য গড়ে তুলি। পরস্পর সম্মান ও মর্যাদার ভিত্তিতেই নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হবে।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।