সেবা ডেস্ক: সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়েছে, যেখানে এক দিনে ১,৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
![]() |
অপারেশন ডেভিল হান্ট একদিনে গ্রেফতার ১,৩০৮ জন |
সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে এক দিনে ১,৩০৮ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারের বিস্তারিত তথ্য
পুলিশ সদর দফতর জানায়, গতরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত সারাদেশে ১,৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
✅ মেট্রোপলিটন এলাকা: ২৭৪ জন
✅ বিভিন্ন রেঞ্জ: ১,০৩৪ জন
অভিযানের কারণ ও সিদ্ধান্ত
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার কাজ চলছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।