জামালপুর সংবাদদাতা: জামালপুরে দৈনিক ইত্তেফাক ও মাই টিভির সরিষাবাড়ী উপজেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতারের গীতিকার, নাট্যকার ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম জুলফিকুর রহমান ১৩ ফেব্রুয়ারি মধ্য রাতে ঢাকার একটি হাসপাতালে চিকেৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না....রাজেউন।
![]() |
শোক সংবাদ জামালপুরে সাংবাদিক জুলফিকুর রহমানের মৃত্যু |
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
১৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় মরহুমের গ্রামের বাড়ি সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ওইদিন বাদ জুমা সরিষাবাড়ি পৌরসভার মন ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি সরিষাবাড়ি আরএনসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। সর্বশেষ তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক পদে পদোন্নতি পান। ২ বছর আগে তিনি অবসর গ্রহণ করেন।
১৯৯৮ সালে তিনি প্রথম দৈনিক আজকের কাগজে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। আজকের কাগজ বন্ধ হবার পর তিনি দৈনিক ইত্তেফাকের সরিষাবাড়ী উপজেলা সংবাদদাতা হিসেবে যোগদান করেন। পাশাপাশি তিনি প্রায় ১ যুগ ধরে মাই টিভির সরিষাবাড়ী প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি সাংবাদিক সমাজের প্রিয় সংগঠন জামালপুর জেলা এবং সরিষাবাড়ি প্রেস ক্লাবের সহসভাপতি ছিলেন।
ছাত্র জীবন থেকেই তিনি কবিতা, গল্প, নাটক ও উপন্যাস লিখেছেন। বহুমুখি প্রতিভাবান এই গুণি সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক, সূধিমহলসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।