জামালপুর সংবাদদাতা: ১৪ ফেব্রুয়ারি জামালপুরের মেলান্দহে বাদশা মিয়া (৭০)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যেরচর গ্রামে। তার পিতার নাম শুকুর আলী।
![]() |
মেলান্দহে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার |
স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান জানান-বাদশা মিয়া ১৩ ফেব্রæয়ারি দিবাগত রাতে রান্না ঘরে কিটনাশক পানে মারা যান। পরদিন সকালে বাদশা মিয়ার মৃতদেহর পাশে একটি কিটনাশক বোতল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া।
অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন, বাদশা মিয়া বিদেশেও ছিলেন। দেশে ফিরে ব্যবসায় ধ্বস এবং ঋৃনগ্রস্থ হয়ে মানষিকভাবে ডিপ্রেশনে ভোগছিলেন। মৃতদেহ উদ্ধার শেষে মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।