কাজিপুরে আশঙ্কাজনক হারে কমছে মিষ্টি আলুর চাষ

Seba Hot News : সেবা হট নিউজ
0

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: এক সময়ে সিরাজগঞ্জ জেলার মধ্যে কাজিপুরে সবচেয়ে বেশি জমিতে মিষ্টিজাতের আলুর চাষ হলেও বর্তমানে এর চাষ আশঙ্কাজনকহারে কমেছে।

কাজিপুরে আশঙ্কাজনক হারে কমছে মিষ্টি আলুর চাষ
কাজিপুরে আশঙ্কাজনক হারে কমছে মিষ্টি আলুর চাষ


মিষ্টি জাতের আলুচাষের জমিতে এখন ভুট্টাসহ অন্যান্য ফসলের চাষ শুরু হয়েছে। এরফলে কাজিপুরের একসময়ের সমৃদ্ধ এই ফসলচাষের ঐহিত্য হারিয়ে একেবারে শূন্যের কোঠায় যাবার উপক্রম হয়েছে।  

 তুলনামূলক উৎপাদন খরচ কম ও একপ্রকার কোন সার প্রয়োগ ছাড়াই মিষ্টিজাতের আলুর চাষ করতো কৃষকেরা। বিশেষ করে যমুনার চরাঞ্চলসহ বালুময় মাটিতে এর চাষ করতো কৃষকেরা। নিম্ন আয়ের মানুষেরা চাল ও গমের মতই এই আলু কিনে নিয়ে খেয়ে জীবন ধারণ করতো। উৎপাদন বেশি অথচ দামে ছিলো চাল গমের তুলনায় অনেক সস্তা। কিন্তু কালক্রমে আলু উৎপাদনের জমিতে কৃষক ভুট্টার চাষ করে অধিক ফলন ও অর্থ পেতে শুরু করে। 

আরও পড়ুন:

বাজারেও এর চাহিদা কমতে থাকে। এক পর্যায়ে শুধুমাত্র বাড়ির উঠানে, পালান জাতীয় জমিতে পরিবারের চাহিদা মেটাতে মিষ্টি আলু লাগানো হতো। কিন্তু সময়ের সাথে সাথে অবহেলিত মিষ্টি আলুর চাষ একেবারেই কমে গেছে। বাণিজ্যিকভাবে তো বটেই শখের বশেও কেউ তেমন একটা এই আলুর চাষ করে না এখন।

 কাজিপুর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে বিগত এক যুগে মিষ্টি জাতের আলুর চাষ কমেছে অনেক। আগে প্রতিটি গ্রামের কৃষকেরাই মিষ্টি আলুর চাষ করতো। এখন মিষ্টি আলুর চাষ অনেক গ্রামে একেবারেই বন্ধ হয়ে গেছে। 

কৃষি অফিসের সূত্রমতে  গত অর্থবছরে উপজেলার ১০২ হেক্টর জমিতে মিষ্টি াালুর চাষ হয়েছিলো। এবছর তা হ্রাস পেয়েত্র ৮৫ হেক্টরে দাঁড়িয়েছে । অথচ একযুগ পূর্বেও এর পরিমাণ ছিলো এর তিনগুণ।

 মাইজবাড়ি চরের আলু চাষী সোহাগ মিয়া জানান. আমার বাপ-দাদারা আগে দশ বিঘা জমিতে শেখা আলু (মিষ্টি জাতের আলু)র চাষ করতো। এখন ওইসব জমিতে আমরা ভুট্টা লাগাইছি। ভুট্টায় লাভ বেশি। তবে এবছর নিজেদের খাওয়ার জন্য আমি আধা বিঘা জমিতে আলুর চাষ করছি।

 কুনকুনিয়া গ্রামের কৃষক আব্দুস সোবাহান জানান, এবার বিশ শতাংশ জমিতে আলু লাগাইছি। এহন তোলা শুরু করছি। বাজারে প্রতিমণ আলু সাড়ে পাঁচশ থেকে ছয়শ টাকা করে বিক্রি হচ্ছে। তিনি বলেন প্রতি শতাংশে প্রায় দেড় থেকে দুই মণ আলুর ফলন হয়েছে। 


কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান,  লাভ বেশি হওয়ায় কৃষক এখন আলুর জমিতে ভুট্টা ও বাদামের চাষ শুরু করেছে। তবে এখনও আলুর চাষ হচ্ছে। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top