সেবা ডেস্ক: পিনাকী ভট্টাচার্যকে হুমকি ও আওয়ামী লীগে হামলার নির্দেশ! বিদেশে পালানো আওয়ামী লীগ সদস্যদের ফাঁদে পা না দিতে ইলিয়াসের সতর্কবার্তা।
![]() |
পিনাকী ভট্টাচার্যকে হুমকি, একযোগে হামলার নির্দেশ ইলিয়াস |
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সেন্সেশনাল পোস্ট করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে, আমেরিকা এবং ফ্রান্স থেকে তাঁকে, কনক সারওয়ার এবং পিনাকী ভট্টাচার্যকে হুমকি দেয়া হচ্ছে। বিশেষত, পিনাকী ভট্টাচার্যকে সরাসরি হ'ত্যার হুমকি প্রদান করা হয়েছে।
ইলিয়াস তাঁর পোস্টে আরো বলেন, “বিশেষ করে পিনাকী ভট্টাচার্যকে হুমকি দেয়া হচ্ছে এবং বিদেশে পলাতক আওয়ামিলীগের পেইজ থেকে পিনাকী ভট্টাচার্যের পরিবারের বিস্তারিত তথ্য সহ এক উস্কানীমূলক পোস্ট করা হয়েছে। এই পোস্টের মাধ্যমে, দেশীয় আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে অঘোষিতভাবে পিনাকী ভট্টাচার্যের পরিবারের উপর হামলার নির্দেশনা দেয়া হয়েছে।”
ইলিয়াস আরও সতর্ক করে দিয়ে বলেন, দেশে থাকা আওয়ামী লীগ নেতা কর্মীদের বলছেন, “বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সুবিধাবাদীদের ফাঁদে পা দেবেন না। তারা যত বেশি উস্কানি দিবে, দেশের ভেতরে থাকা আওয়ামী লীগের লোকজন তত বেশি বিপদে পড়বে।”
এদিকে, ইলিয়াস মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগকে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে। তিনি দাবি করেছেন, "তাদের বিচার হবে, তারপর এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে তারা কবে আবার রাজনীতি করতে পারবে।"
তিনি এই পোষ্টের মাধ্যমে আওয়ামিলীগের নেতাদের প্রতি একটি কঠোর বার্তা পাঠিয়েছেন এবং সতর্ক করেছেন তাদের পরিবারের নিরাপত্তা সম্পর্কে। তিনি বলেন, “হাসিনা তার পরিবার এবং আত্মীয়স্বজনকে পালানোর একদিন আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছে, আপনাদের কথা চিন্তা করে নাই।”
প্রকাশিত ফেসবুক পোস্টে, ইলিয়াস হোসেন আওয়ামিলীগের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, “আমরা আওয়ামী লীগের কারও অপরাধের জন্য তাদের পরিবারের উপর প্রতিশোধে বিশ্বাসী নই, অতএব নিজেদের বিপদ নিজেদের ঘাড়ে ডেকে আনবেন না।”
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।