জামালপুর সংবাদদাতা: ধানমন্ডির কলাবাগান থানা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম সাধুকে জামালপুরের মেলান্দহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
![]() |
কলাবাগান থানা আওয়ামী লীগ নেতা মেলান্দহ থেকে গ্রেপ্তার |
১৭ এপ্রিল ভোর ৪টার দিকে সাধুপুর গ্রামস্থ পৈত্রিক নিবাস থেকে তাকে গ্রেপ্তার শেষে জামালপুর কোর্টে সোপর্দ করা হয়।
তিনি বাংলাদেশ বেতারের দেশ আমার মাটি আমার সোনালী ফসল অনুষ্ঠানের পরিচালক (অব) ছিলেন।
আরও পড়ুন:
অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান- তাকে একটি রাজনৈতিক মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।