সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি)-১ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
![]() |
বকশীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার |
ডিবি পুলিশের ওসি নাজমুস সাকিব সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার রাতে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের বাট্টাজোর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আলীকে তার সহযোগী সুবেদা বেগম ওরফে জুলে মাও (৫৫)-এর বসতবাড়ি থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল আলী বাট্টাজোর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মৃত মাতবর আলীর ছেলে।
আরও পড়ুন:
ওসি নাজমুস সাকিব আরও জানান, রবিবার রাত সাড়ে আটটায় ডিবির একটি দল বাটাজোর পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সুবেদা বেগমের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার সাথে জড়িত আব্দুল আলীকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।