কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের কৃষকের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে৷
![]() |
কাজিপুরে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত |
বুধবার সকল ১০ টায় কাজিপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খামার বাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবীদ মশকর আলী৷
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রামের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবীদ মাসুদ আহমেদ৷
আরও পড়ুন:
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম৷
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্সসি বাংলাদেশ ( পার্টনার) প্রোগ্রাম এর আওতায় কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন ও সঠিক ও উন্নত জাতের বীজের ব্যবহার, পরিমিত পরিমাণে সার ও কীটনাশক প্রয়োগ পদ্ধতি ও আধুনিক কৃষি যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের আরও সচেতন করে তুলতেই এই সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান প্রধান অতিথি।
পার্টনার কংগ্রেস এর আওতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুরের অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান, সমবায় কর্মকর্তা খালেদুজ্জান প্রমূখ৷
অনুষ্ঠানে উপজেলার শতাধিক কৃষান কৃষানী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন৷
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।