কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্থি রাখি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
![]() |
কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত |
ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও বূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় রবিবার(২৫ মে) সকাল দশটায় কাজিপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই মেলার স্টল উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
আরও পড়ুন:
কাজিপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেলার লক্ষ উদ্দেশ্য সময়মতো ভূমি কর পরিশোধ করার মতো বিষয়ে খোলামেলা আলোচনায় ইউ্এনও বলেন, সময়মতো ভূমি কর পরিশোধ করাটা স্মার্ট নাগরিকের পরিচয় বহন করে। ভূমির বিষয়ে সরকার নানা জটিলতাকে পরিহার করে সহজিকরণ করা হয়েছে।
এরফলে এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে ভূমি সংক্রান্ত কাজগুলো দ্রুততার সাথে করা সম্ভব হচ্ছে। মেলা উপলক্ষে গণশুনানীসহ সব ধরণের সেবার দ্বার উন্মুক্ত রয়েছে। মেলা চলাকালিন এইসব সেবা নেবার জন্যে উপস্থিত জনগণের প্রতি তিনি আহবান জানান।
এসময় কাজিপুর উপজেলা ভূমি অফিসে কর্মরতগণ,পৌরভূমি অফিসসহ উপজেলার ১২ টি ইউনিয়ন ভূমি অফিসের কমকর্তাগণ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।