জামালপুর সংবাদদাতা: জামালপুরে দারুল আরকাম শিক্ষকরা স্মারক লিপি প্রদান করেছেন। ২৫ মে দুপুরে জামালপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারক লিপি প্রদান করা হয়।
![]() |
জামালপুরে শিক্ষকদের স্মারকলিপি প্রদান |
জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাও. নূরুল আমিন এবং সাধারণ সম্পাদক মাও. রকিবুল ইসলাম স্বাক্ষরিত স্মারক লিপিতে উল্লেখ, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ২০২০ সাল থেকে বাংলাদেশে দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা নামে ১০১০টি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়।
চলতি বছরের জানুয়ারি থেকে এমন প্রতিষ্ঠানের ৩০৩০ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিদের বেতন-ভাতাদি বন্ধ আছে। এতেই শেষনয়, ২০২০ সালে মাদ্রাসা প্রতিষ্ঠাকালিন নিয়োগপ্রাপ্তদেরও পুরো এক বছরের বেতন-ভাতাদিও পরিশোধ করা হয়নি।
এমতাবস্থায় বেতন-ভাতা না পেয়ে শিক্ষক-কর্মচারিরা মানবেতর জীবন যাপন করছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।