জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে বিদ্যুতায়িত হয়ে দুই মহিলাসহ দুইটি গরুর করুণ মৃত্যু হয়েছে।
![]() |
মেলান্দহে বিদ্যুতায়িত হয়ে দুই নারী ও দুই গরুর মৃত্যু |
জানা গেছে, ১৫ মে রাত সাড়ে ৩টার দিকে মেলান্দহ থানা এবং সুইপার কলোনীর পাশের একটি ঘরে আগুন ধরে যায়। রাতেই পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় ভস্মিভূত ঘর থেকে বৃদ্ধা অজুফা (৯০)’র মৃতদেহ উদ্ধার করেছে।
মহান মুক্তিযুদ্ধের সময় অজুফার পরিবার উত্তর বঙ্গ থেকে এসে এখানেই বসতি গড়েন। অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন:
অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে মলিকাডাঙ্গা গ্রামের হাবিজুর রহমানের স্ত্রী বুলবুলি বেগম (৪০) বিদ্যুতায়িত হয়ে নিজ বাড়িতেই মারা যান। বুলবুলির ভাতিজা ইব্রাহিম (২৫) জানান-ঘটনার সময় তিনি কাস্তেসহ মাথায় বোঝা নিয়ে ছাদে ওঠার সময় বিদ্যুতের তার ছিড়ে শরীরে পড়লে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে ১৫ মে মধ্যরাতে চরবসন্ত গ্রামের ইন্তাজ আলী ও হামিদুল শেখের গোয়াল ঘরে আগুন লাগে। এ সময় তাদের দু’টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। প্রতিবেশি পলাশ মাহমুদ (৫০) জানিয়েছেন- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।