জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা খামার ঈদগাহ মাঠে এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী হলো এলাকাবাসী।
![]() |
হামার বেটি, হামার দায়, বাল্যবিয়ে হবার নয় চিলমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ |
রমনা ইউনিয়ন যুব সংগঠন ও ৪ নং রমনা মডেল ইউনিয়ন পরিষদ যৌথভাবে আয়োজন করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, শতভাগ শিশুর জন্মনিবন্ধন ও বিবাহ রেজিস্ট্রেশন এবং রমনা মডেল ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট আলোচনা বিষয়ক এক বিশেষ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মূল স্লোগান ছিল "হামার বেটি, হামার দায়, বাল্যবিয়ে হবার নয়"।
অনুষ্ঠানে যুব সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদের মতামত যাচাই করা হয় এবং স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে আগামী অর্থবছরের বাজেট বরাদ্দ চূড়ান্ত করা হয়। বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধের গুরুত্ব বিবেচনা করে, এই খাতে বাজেট বরাদ্দ ২ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এছাড়াও, ইউনিয়নের বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ৪৪ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আরও পড়ুন:
ক্যাম্পেইনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ নাসিম উদ্দিন। এছাড়াও, রমনা ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ, সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর জনাব মোঃ শাহ্ আলম বকুল ও বিবেকানন্দ বিশ্বাস, যুব সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম আশেক আকা। তিনি এই গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সিএনবি প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ, এনআরকে টেলিফোন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান। এই সম্মিলিত উদ্যোগ বাল্যবিবাহ প্রতিরোধে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলো বলে মনে করেন স্থানীয়রা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।