সেবা ডেস্ক: জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
৯২ জন শিক্ষার্থীর জন্য নিয়োজিত ৪ শিক্ষিকা ও ১ শিক্ষকের মধ্যে শিক্ষিকা মনিরা ইয়াসমিন নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। তিনি উপজেলা সদরে থাকলেও নির্ধারিত সময়ের পরে এসে ছুটির আগেই চলে যান। তার দেখাদেখি অন্য শিক্ষকদের মধ্যেও অনুপস্থিতির প্রতিযোগিতা শুরু হয়েছে, যা শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করছে।
আরও পড়ুন:
সরেজমিনে দেখা গেছে, তিনটি ক্লাসে মাত্র ১৫ জন শিক্ষার্থী উপস্থিত। শিক্ষার্থীরা জানান, মনিরা ইয়াসমিন অনিয়মিতভাবে আসেন, ফলে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। অভিভাবকরা বলেন, যাতায়াতের সুবিধা থাকলেও শিক্ষকদের এমন আচরণে শিশুদের শিক্ষা ব্যাহত হচ্ছে।
মনিরা ইয়াসমিন জানান, মায়ের চিকিৎসার কারণে তিনি ব্যস্ত, তবে ছুটির আবেদন প্রসঙ্গে কথা এড়িয়ে যান। প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, শিক্ষকদের অনুপস্থিতি বিদ্যালয়ের সুনাম নষ্ট করছে। সহকারী শিক্ষা কর্মকর্তা আ. গফুর প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।