বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে দৈনিক প্রতিদিনের কাগজ এবং ভোরের চেতনার প্রতিনিধি মনিরুজ্জামান লিমনসহ তার দুই ভাইয়ের নামে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেছেন নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মির্ধাপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইসমাইল সিরাজী।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল সিরাজীর সঙ্গে একই গ্রামের মফিজল হকের ছেলে পল্লী চিকিৎসক মিল্লাত হোসেনের পারিবারিক ও জমিজমা-সংক্রান্ত বিরোধ রয়েছে। গত ১৯ জুলাই সকাল ১১টার দিকে ইসমাইল সিরাজী মিল্লাতের বাড়ির সামনে গিয়ে তাকে বের হতে বলেন। এ সময় মিল্লাতের ভাই মাদ্রাসা শিক্ষক রেজাউল করিম ও সাংবাদিক লিমন ডাকার কারণ জিজ্ঞাসা করলে তর্কাতর্কি হয়। স্থানীয়রা উভয় পক্ষকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেন।
আরও পড়ুন:
এ ঘটনার জেরে ইসমাইল সিরাজী ২১ জুলাই জামালপুর আদালতে মিল্লাত হোসেন, রেজাউল করিম ও মনিরুজ্জামান লিমনের নামে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর ভুক্ত করতে বকশীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।
মনিরুজ্জামান লিমন জানান, ইসমাইল সিরাজী তার বড় ভাই মিল্লাত হোসেনের শ্যালক। জমি নিয়ে বিরোধের জেরে হয়রানির উদ্দেশ্যে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি সরেজমিন তদন্তের মাধ্যমে সত্যতা যাচাইয়ের দাবি জানান। ইসমাইল সিরাজী বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, যা আইনের মাধ্যমেই সমাধান হবে।
এ ঘটনায় জামালপুর জেলা, বিভিন্ন উপজেলা ও বকশীগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তারা এ মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।