সেবা ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ার চর গ্রামে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ৩ মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়।
বুধবার (২৩ জুলাই) দুপুরে ব্রহ্মপুত্র নদের বামতীর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার এ রায় দেন।
অভিযুক্ত মিজানুর রহমান রাজিবপুর উপজেলার কারিগর পাড়া গ্রামের বদরুজ্জামানের ছেলে।
আরও পড়ুন:
উজ্জল কুমার হালদার জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলি জমির মাটি কেটে ব্যবসা করে আসছে, যা কৃষি ও পরিবেশের জন্য ক্ষতিকর।
গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অপরাধের সত্যতা পাওয়া যায়।
বারবার সতর্ক করা সত্ত্বেও অবৈধ কার্যক্রম অব্যাহত থাকায় মিজানুরকে এ দণ্ড দেওয়া হয়। তিনি আরও বলেন, ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।