কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ভাঙনরোধ ও যমুনার পূর্বপাড়ে অবস্থিত ছয় ইউনিয়ন নিয়ে পৃথক যমুনা উপজেলা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
![]() |
কাজিপুরে নদী ভাঙনরোধ ও যমুনা উপজেলা দাবীতে নদীতীরে মানববন্ধন |
রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা নিশ্চিন্তপুরের ৬ নম্বর নৌকাঘাটে যমুনা নদীর তীরে অনুষ্ঠিত ঘন্টাকালব্যাপী মানববন্ধনে ছয় ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেন।
যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেয়া লোকজন দ্রুততম সময়ের মধ্যে চরের ছয় ইউনিয়ন নিয়ে যমুনা নামের পৃথক উপজেলা গঠনের দাবী জানান।
আরও পড়ুন:
একইসাথে তারা যমুনার ভাঙনে দিশেহারা চরবাসীকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ীভাবে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারের প্রতি আহবান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, প্রকৌশলী সুমন, প্রকৌশলী সাইফুল্লাহ আল গালিব, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আবুল কালাম মাস্টার, প্রভাষক মোদাচ্ছির রহমান প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।