রৌমারীতে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রধান শিক্ষককে বিদায়

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন চাঁন মিয়াকে অবসর জনিত বিদায় দেওয়া হয়েছে।

রৌমারীতে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রধান শিক্ষককে বিদায়
রৌমারীতে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রধান শিক্ষককে বিদায়


এ উপলক্ষে রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে র‌্যালি, সংবর্ধনা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (৩০ আগষ্ট) দুপুরের দিকে এসব কর্মসূচী পালন করা হয়। 


উপজেলার বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক পরিবার এর সভাপতি মো. আহসান হাবিব সাদা’র সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন শেষে আলোচনা শুরু করেন। 

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সাহাব উদ্দিন চাঁন মিয়াকে ফুলের মালা ও ফুলের পাপড়ি দিয়ে বরণ করে নেন শিক্ষকগণ । 



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাজমুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন চাঁন মিয়া, অধ্যাপক আব্দুল আউয়াল (অব:), উপজেলা বিএনপির যুগ্ন আহŸায়ক রাজু আহমেদ ও মো. মঞ্জুরুল ইসলাম, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট কলামিস্ট কবি সরকার নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম (অব:), বিশিষ্ট ব্যবসায়ী মো. ফজলুল করিম, প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম বাবুল। 


আরও পড়ুন:


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠান শেষে বিদায় শিক্ষকের স্বরণে মানপত্র পাঠসহ শিক্ষক পরিবারগণ বিদায় উপলক্ষে উপহার হিসাবে প্রধান শিক্ষককে ক্রেস্টসহ বিভিন্ন উপহার দিয়ে পুরস্কৃত করেন।


উপজেলার প্রাথমিক শিক্ষক পরিবার এর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তুহিন তার বক্তব্যে বলেন, শিক্ষক পরিবার সংগঠনটি সুনামের সাথে শিক্ষক কল্যাণে কাজ কওে যাচ্ছে। যে কোন শিক্ষক তার বিপদে-আপদে এই সংগঠনটি এগিয়ে যাচ্ছে। 

শিক্ষার মানউন্নয়নে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করা হচ্ছে। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। হিংসা বিদ্বেষ না করে এককাতারে দাড়িয়ে কাজ করে যেতে চাই।   


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রাথমিক শিক্ষক পরিবার এর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তুহিন।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top