বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর -১ (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেছেন, ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধে দাবি করা উচিত।
শুক্রবার (১৭অক্টোবর ) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বকশীগঞ্জ পৌর শাখার আমীর মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ বিএসসি, সেক্রেটারী আদেল ইবনে আউয়াল, শহিদ আল ইমরান, হালিম, রাসেল মাহমুদ, মজিবর রহমান, নুরুল হক, অধ্যাপক আঃ আজিজ প্রমুখ।
নাজমুল হক সাঈদী আরো বলেন ৫৪ বছর দেশে অনেক দলকে দেখেছেন এবার জামায়াত কে একবার ভোট দিয়ে দেখেন আমরা কুরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করব ইনশাআল্লাহ।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামায়াতে ইসলামী- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় নেতা নাজমুল হক সাঈদীর গণসংযোগ!

জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে কোন নির্বাচন নয় : বকশীগঞ্জে নাজমুল হক সাঈদী

কাজিপুরে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করেছে আদালত

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মৌলিক বিষয়ে কাজের প্রস্তাব জামায়াতের
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।