জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ঐতিহ্যবাহী চরপলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে যথাযোগ্য মর্যাদায় বিদায় সংবর্ধনা প্রদান করেছে ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ এলাকাবাসি।
![]() |
| মেলান্দহে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা |
১৬ অক্টোবর সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা প্রদান করা হয়।
মেলান্দহ বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন-এসএমসি’র আহবায়ক মোহাম্মসদ জাকারিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, সহকারী শিক্ষক বাবুল মিয়া, মেলান্দহ বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুর কবির, সাংগঠনিক সম্পাদক নূর নবী মন্ডল, চরবানিপাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রাজ্জাক ও সাধারণ সম্পাদক খন্দকার ইসমাইল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ২০১৪ সালে যোগদান করেন। এর আগে তিনি মাদারগঞ্জের জাঙ্গালিয়া হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক এবং দাগি আলিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক ছিলেন।
কর্মময় জীবনে তিনি এই প্রতিষ্ঠান ও শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি আদ্রা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
মেলান্দহ- নিয়ে আরও পড়ুন

মেলান্দহে নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত

মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মেলান্দহে দু:স্থ মহিলাদের সঞ্চয়ের টাকা বিতরণ

মেলান্দহে খাদ্য-পুষ্টি নিরাপত্তা শীর্ষক কর্মশালা

মেলান্দহে ইসলামি আন্দোলনের অফিস উদ্ধোধন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।