ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো এরিয়াতে আজ শনিবার আনুমানিক দুপুর আড়াইটার (১৪:৩০ ঘটিকা) দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
![]() |
শাহজালাল বিমানবন্দরের কার্গো এরিয়ায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণ |
আগুনের খবর পাওয়ামাত্রই দ্রুততম সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে বাংলাদেশ বিমান বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, আগুন লাগার বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকার বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং বাশার থেকে অগ্নি নির্বাপণের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
বর্তমানে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিটের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর দুটি সুসজ্জিত ফায়ার ইউনিট সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই জরুরি পরিস্থিতিতে বিমান বাহিনীর প্রশিক্ষিত জনবল ও আধুনিক সরঞ্জামের ব্যবহার আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সহায়ক হচ্ছে। যদিও অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানা যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুততম সময়ে ফ্লাইট অপারেশন পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে।
বিমানবন্দরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় সামগ্রিক নিরাপত্তা এবং ক্ষয়ক্ষতি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
অগ্নিকান্ড- নিয়ে আরও পড়ুন

মাদারগঞ্জে কৃষকের গোয়াল ঘরে আগুন, অগ্নিদগ্ধ গরু, ছাগলের মৃত্যু

ইসলামপুরে অগ্নিকান্ডে কৃষকের ৪টি ঘর ভস্মিভূত

বকশীগঞ্জে গভীর রাতের অগ্নিকান্ডে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

রাজিবপুরের শিবেরডাঙ্গী বাজারে অগ্নিকান্ডে ১১ দোকান ভষ্মিভূত

প্রথম আলোর খবর: সারাদেশে ছাত্র-জনতার যত ভাঙচুর!
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।