শামীমুল ইসলাম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে উপজেলা প্রশাসন দল এবং উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক দল অংশগ্রহণ করে। উপজেলা প্রশাসন দল ৫-১ গোলে শিক্ষক দলকে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি উপভোগ করতে দর্শকরা মাঠে উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ জহুরুল হোসেন খেলা শেষে বক্তব্যে বলেন, “খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে। খেলাধুলার উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
ম্যাচে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ জহুরুল হোসেন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, কামালপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক মেসবাহুল হক তুহিন, আজিম উদ্দিন খন্দকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলাটি পরিচালনার দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক শিশিরুল ইসলাম।
খেলা শেষে উপজেলা প্রশাসন দল এবং শিক্ষক দলের মধ্যে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর কমিটি গঠন

বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৩ পিস ইয়াবাসহ পাগলা হযরত আটক

বকশীগঞ্জে তাঁতীলীগের নেতা রিয়াদ গ্রেফতার
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।