আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারদন্ড প্রদান করেছে আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা জজ মো: শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
![]() |
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারদন্ড |
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল আমিন শামীম জানান, গত ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুরে মাদারগঞ্জ উপজেলার দিঘলাকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের ছেলে জিয়াউল হক তার প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে চানাচুর দেয়ার কথা বলে তার মনোহারী দোকানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এই ঘটনায় নির্যাতনের শিকার শিশুর নানা মনির উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
গত ২০২২ সালের ১৪ আগষ্ট আদালতে অভিযোগ গঠিত হয়। মামলায় সাত জন স্বাক্ষীর সাক্ষের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে আজ রায় দেন আদালত।
আরও পড়ুন:
শিশু ধর্ষণের বিষয়টি আদালতের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী জিয়াউল হকের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম করাদন্ড প্রদান করে রায় দেন বিচারক।
জরিমানার অর্থ ধর্ষণের শিকার শিশুর লালন-পালন ও শিক্ষায় ব্যয় করা হবে বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন পিপি ও বাদী পক্ষ। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হাশেম তরফদার।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।