জামালপুরে ৬ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৬ ইটভাটাকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

6 brick kilns in Jamalpur fined Tk 1.7 million
জামালপুরে ৬ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা




মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জামালপুর সদর উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। 
 
দেওয়ানগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জামালপুরের পরিদর্শক সঞ্জীব বিশ^াস। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল ইসলাম কুরসি, দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। 

অভিযানে উপজেলার এমএবি ব্রিকস, মেসার্স যমুনা ব্রিকস, মেঘনা ব্রিকস, সেফিড ও দূর্গা ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে, জামালপুর সদর উপজেলায় আলিফ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার ভ্রম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি বলেন, জেলা প্রশাসন কর্তৃক ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং মাটি কাটার লাইসেন্স না থাকায় ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমের সকল ভাটায় অভিযান পরিচালনা করা হবে।

দেওয়ানগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল ইসলাম বলেন, আমরা এসকল ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছি। নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
মাদারগঞ্জে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ
মাদারগঞ্জে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ
খালেদা জিয়ার জানাযায় যোগ দিতে যাচ্ছেন জামালপুর বিএনপির হাজারো নেতাকর্মীরা
খালেদা জিয়ার জানাযায় যোগ দিতে যাচ্ছেন জামালপুর বিএনপির হাজারো নেতাকর্মীরা
মেলান্দহে প্রাথমিক বিদ্যালয়ের প্রান্তিক মুল্যায়ন, ফলপ্রকাশ
মেলান্দহে প্রাথমিক বিদ্যালয়ের প্রান্তিক মুল্যায়ন, ফলপ্রকাশ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল
জামালপুরে ৫টি আসনে ৪৬ জনের মনোনয়ন দাখিল
জামালপুরে ৫টি আসনে ৪৬ জনের মনোনয়ন দাখিল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top