কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
![]() |
| কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত |
বৃহস্পতিবার সকাল নয়টায় মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও ফাতেহা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা। এরপর এক র্যালি সোনামুখী বাজার প্রদক্ষিণ করে।
র্যালিতে মাদ্রাসার বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারীগণ অংশ নেন।
এরপর অনুষ্ঠানের সভাপতি ও শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আল আমিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
সহকারী শিক্ষক শিহাব উদ্দিনের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মঞ্জুরুল করিম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেঘাই দাখিল মাদ্রাসার সুপার কামারুজ্জামান, বাংলাবাজার দাখিল মাদ্রাসার সুপার আসাদুর রহমান, মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার শাহিনুর আলম, সোনামুখী ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী শিক্ষক হাবিববুর রহমান। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী শাহ আলম, আসাদুল্লাহ, শওকত আলী।
উল্লেখ্য সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসাটি ১০২৫ সালে প্রতিষ্ঠিত হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
কাজিপুর- নিয়ে আরও পড়ুন

কাজিপুরে সুবিধাভোগীদের মাঝে মুরগির বাচ্চা বিতরণ

কাজিপুরে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত সেলিম রেজার গণসংবর্ধণা

বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে যা বললেন সেলিম রেজা

কাজিপুরে বীজ ও সার ডিলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে মুনলাইট স্কুল অ্যান্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।