লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের সরিষাবাড়ীতে লিপি আক্তার (৩৫) নামে র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।
![]() |
| সরিষাবাড়ীতে র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা |
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর মাঠসংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া। নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা এবং র্যাব-২ এর উপপরিদর্শক এসআই মহর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে মা–মেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে ঢোকে। চোরকে চিনে ফেলায় লিপি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর স্বর্ণালঙ্কার লুট করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মেয়ে নিথি আক্তারও ঘরে ছিল এবং তাকে ভয়ভীতি দেখানো হয়। কয়েক বছর ধরে লিপি আক্তার মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ঘটনাস্থল থেকে লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্ছু মিয়া বলেন, বৃহস্পতিবার নিহত লিপি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
সরিষাবাড়ী- নিয়ে আরও পড়ুন

সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড উদ্ধার, নিস্ক্রিয় করলো সেনাবাহিনী

সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

সরিষাবাড়ীতে ট্রাক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে তালা

জামালপুরে যমুনা সার কারখানার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

চার দিনের মাথায় যমুনা সার কারখানা আবারও উৎপাদন বন্ধ


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।