উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের শতাধিক (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ) নেতাকর্মী দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন।
![]() |
| উল্লাপাড়ায় শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান |
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলীর হাত ধরে তার বাসভবনে ঘরোয়া অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতা এম. আকবর আলী সহ অন্যরা।
যোগদানে নেতৃত্ব দেওয়া পূর্নিমাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, সমসাময়িক প্রেক্ষাপটে মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি দেশের জন্য ভালো কিছু করবে।
তাই ইউনিয়নের ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ করলাম। যোগ দেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানান তিনি।
এ বিষয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী বলেন, আওয়ামী লীগের নেতারা এখন পলাতক। তাই ওই দলের তূণমূলের নেতাকর্মীরা বিএনপির আদর্শ ও উল্লাপাড়া উপজেলার উন্নয়নে আমার ভূমিকার প্রতি সন্তুোষ্ট হয়ে বিএনপিতে যোগদান করেছেন।
যোগদানকারীদের পূর্নিমাগাতি ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানিয়েছি। বিশ্বাস করি তাঁরা আমার পাশে থাকবেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
উল্লাপাড়া- নিয়ে আরও পড়ুন

উল্লাপাড়ায় ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল- ২

উল্লাপাড়ায় শিক্ষার মানোন্নয়নে মাদরাসার শিক্ষার্থীদের ল্যাপটপ প্রদান

উল্লাপাড়ায় বিডি নৌকা বাইচ প্রতিযোগীদের সংবর্ধনা

উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে রফিকুল ইসলাম খানের মতবিনিময়

উল্লাপাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।