কুমিল্লাতে যুবদল নেতার উপর হামলা

S M Ashraful Azom
0


কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডে গত ১৫ জুন  কুমিল্লা উত্তর জেলার যুবদলের তথ্য ও গবেষনা সম্পাদক মো. নাজিম উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে।

মো. নাজিম উদ্দিনের বাবা অভিযোগ করেন যে, কুমিল্লা ৪ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর সন্ত্রাসী বাহিনী মো. নাজিম উদ্দিনকে মেরে ফেলার জন্য আক্রমন চালায়। তিনি বলেন, মো. নাজিম উদ্দিন নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় রাজী মোহাম্মদ ফখরুলের চাঁদাবাজী, টেন্ডারবাজি, চোরাকারবারী সহ বিভিন্ন অপকর্মের বিষয়ে জনগনের কাছে তুলে ধরে। এতে রাজি মোহাম্মদ ফখরুল তার ছেলের উপর ক্ষিপ্ত হয়। রাজী মোহাম্মদ ফখরুল সংসদ সদস্য হওয়ার পর থেকে ফখরুলের সন্ত্রাসী বাহিনী নাজিম উদ্দিনকে মেরে ফেলার জন্য হুমকি দেয়। তিনি তার ছেলে ও পরিবারের নিরাপত্তার জন্য প্রসাশনের কাছে সাহায্য কামনা করেন।

কুমিল্লা উত্তর যুবদলের সাংগঠনকি সম্পাদক রেজাউল করিম (ভিপি শাহীন) অভিযোগ করেন, রবিবার রাত ৮টার দিকে মো. নাজিম উদ্দিনের উপর আওয়ামীলীগের সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালায় । গত ১৫জুন ২০১৪ তারিখ তিনি ঢাকা থেকে বাসযোগে রওনা দিয়ে তার গ্রামের বাড়ি কুমিল্লা যাচ্ছিলেন। কোম্পানীগঞ্জ বাস স্টেশনে গাড়ি থেকে নামার পর ১০/১২ জনের একদল সন্ত্রাসী তাকে লাঠি ও ধারালো অ¯্র দিয়ে অতর্কিত হামলা চালায়। মো. নাজিম উদ্দিনের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে দেবিদ্বার আল ইসলাম হাসপাতালে ভর্তি করায়।

দেবিদ্বার উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান বলেন, আওয়ামীলীগ সারাদেশে সন্ত্রাসী রাজ্য কায়েম করেছে। যারা তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে গুম ও হত্যা করা হয়। বিনা নির্বাচনে ক্ষমতায় যাওয়া সরকার কখনো দেশের জনগনের সেবক হতে পারে না। আমরা দেবিদ্বার উপজেলা যুবদলের পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা জানাই। মো. নাজিম উদ্দিনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে আমাদের প্রতিনিধি ফোন করলে তার ব্যক্তিগত সহকারী মো. জয়নাল ফোন রিসিভ করেন। তিনি জানান যে রাজি মোহাম্মদ ফখরুল এখন মিটিং করছে।




ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top