সালমানকে টপকে ইতিহাস গড়ার পথে কঙ্গনা!

S M Ashraful Azom


মুক্তির পাঁচ সপ্তাহে ১৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে কঙ্গনা রানাওয়াতের সিনেমাতানু ওয়েডস মানু রিটার্নস’-এর আয়। বিশ্লেষকরা বলছেন, ষষ্ঠ সপ্তাহের মধ্যে সালমান খানের বক্স-অফিস রেকর্ড ভাঙতে পারে এই সিনেমা।

মুক্তির পর পাঁচ সপ্তাহে শুধুমাত্র ভারতের বাজারেতানু ওয়েডস মানু রিটার্নস’-এর আয় হয়েছে ১৪৮ কোটি ২৪ লাখ রুপি। এখন পর্যন্ত ভারতের সিনেমা হলগুলোতে ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি।

বিশ্লেষকরা ধারণা করছেন, আর এক সপ্তাহের মধ্যে সালমান খানের সিনেমাবডিগার্ড’-এর যাবৎকালের বক্স-অফিস আয়কে ছাড়িয়ে যাবেতানু ওয়েডস মানু রিটার্নস ২০১১ সালের সিনেমাবডিগার্ডআয় করেছিল সর্বমোট ১৪২ কোটি, বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি উপার্জনকারী ১৪টি সিনেমার তালিকায় ১৩ নম্বরে আছে এটি।

২০১১ সালে মুক্তি পাওয়া রোমান্টিক-কমেডিতানু ওয়েডস মানু সিকুয়ালতানু ওয়েডস মানু রিটার্নস’- দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কাঙ্গানা রানাওয়াত। আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমাতে কাঙ্গানার বিপরীতে অভিনয় করেছেন আর মাধভান।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top