মুক্তির পাঁচ সপ্তাহে
১৫০ কোটি
রুপি ছাড়িয়ে
গেছে কঙ্গনা
রানাওয়াতের সিনেমা ‘তানু ওয়েডস মানু
রিটার্নস’-এর আয়। বিশ্লেষকরা বলছেন,
ষষ্ঠ সপ্তাহের
মধ্যে সালমান
খানের বক্স-অফিস রেকর্ড
ভাঙতে পারে
এই সিনেমা।
মুক্তির পর পাঁচ সপ্তাহে শুধুমাত্র ভারতের বাজারে ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এর আয় হয়েছে ১৪৮ কোটি ২৪ লাখ রুপি। এখন পর্যন্ত ভারতের সিনেমা হলগুলোতে ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি।
বিশ্লেষকরা ধারণা করছেন, আর এক সপ্তাহের মধ্যে সালমান খানের সিনেমা ‘বডিগার্ড’-এর এ যাবৎকালের বক্স-অফিস আয়কে ছাড়িয়ে যাবে ‘তানু ওয়েডস মানু রিটার্নস’। ২০১১ সালের সিনেমা ‘বডিগার্ড’ আয় করেছিল সর্বমোট ১৪২ কোটি, বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি উপার্জনকারী ১৪টি সিনেমার তালিকায় ১৩ নম্বরে আছে এটি।
২০১১ সালে মুক্তি পাওয়া রোমান্টিক-কমেডি ‘তানু ওয়েডস মানু’র সিকুয়াল ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কাঙ্গানা রানাওয়াত। আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমাতে কাঙ্গানার বিপরীতে অভিনয় করেছেন আর মাধভান।
মুক্তির পর পাঁচ সপ্তাহে শুধুমাত্র ভারতের বাজারে ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এর আয় হয়েছে ১৪৮ কোটি ২৪ লাখ রুপি। এখন পর্যন্ত ভারতের সিনেমা হলগুলোতে ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি।
বিশ্লেষকরা ধারণা করছেন, আর এক সপ্তাহের মধ্যে সালমান খানের সিনেমা ‘বডিগার্ড’-এর এ যাবৎকালের বক্স-অফিস আয়কে ছাড়িয়ে যাবে ‘তানু ওয়েডস মানু রিটার্নস’। ২০১১ সালের সিনেমা ‘বডিগার্ড’ আয় করেছিল সর্বমোট ১৪২ কোটি, বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি উপার্জনকারী ১৪টি সিনেমার তালিকায় ১৩ নম্বরে আছে এটি।
২০১১ সালে মুক্তি পাওয়া রোমান্টিক-কমেডি ‘তানু ওয়েডস মানু’র সিকুয়াল ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কাঙ্গানা রানাওয়াত। আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমাতে কাঙ্গানার বিপরীতে অভিনয় করেছেন আর মাধভান।