হট ফটোশুটে 'অ্যালোন' নন বিপাশা বসু

S M Ashraful Azom


তাঁরাঅ্যালোনছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু তাঁরা আরঅ্যালোননয়। বিপাশা বসু করণ সিং গ্রোভার- বলিউডের এই লাভ বার্ডকে এখন চেনেন সকলেই। তবে সম্প্রতি তাঁরা বলিপাড়া মাত করেছেন হট ফটোশুটে।
ফটোশেয়ারিং সাইটে বিপাশা নিজের যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে শুয়ে আছেন বিপাশা। মুখ থেকে তাঁর শরীরের কিছুটা দেখা যাচ্ছে। আর তাঁর উপরে পেশীবহুল পুরুষ যাঁকে দেখা যাচ্ছে তিনি করণ সিং। ডিজাইনার রকি বিপাশার কাছের বন্ধু। বন্ধুর ডাকে সাড়া দিয়েই একটি বিশেষ ব্র্যান্ডের জন্য করণকে নিয়ে এই হট ফটোশুট করেছেন বাঙালি সুন্দরী।
তবে বিজ্ঞাপনের ফটোশুট ছাপিয়েও লাইমলাইটে বিপাশা-করণ কেমিস্ট্রি।জনের সঙ্গে বিচ্ছেদের পর অ্যালোনই ছিলেন বিপাশা। জন অবশ্য এতদিনে বিয়ে শাদি করে ফেলেছেন। কিন্তুঅ্যালোনছবি করতে গিয়েই আবার নিজের সঙ্গীকে খুঁজে পেয়েছেন বিপাশা। ছবি বক্সঅফিসে সাফল্য পাক বা না পাক, পরিচালকের বেছে নেওয়া জুটি কিন্তু বলিপাড়ায় সুপারহিট
সূত্র: কলকাতা
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top