মুম্বাই ছবিতে তিনি ভিলেন ঠেঙিয়ে ঠাণ্ডা করে দেন, আবার ছবিও আঁকেন। হ্যাঁ, সালমানের ‘দাবাং’গিরি শুধু পর্দার সামনে নয়, পর্দার বাইরেও জারি আছে। ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির অপেক্ষায়, এমন সময় ভাইজান নিজের হাতে আঁকা ছবি উপহার দিচ্ছেন তাঁর নায়িকা কারিনা কাপুর খানকে।
মাঝে মধ্যেই ছবি আঁকেন সালমান। সে ছবি বিক্রির অর্থ খরচ হয় তাঁর ‘বিয়িং হিউম্যান’ প্রতিষ্ঠানে। সে সব ছবি তাঁর বন্ধুরা শেয়ার করেন মাইক্রোব্লগিং সাইটে। এবার ভাইজান নিজেই তাঁর ছবি পোস্ট করেছেন। ছবির নাম দিয়েছেন তাঁর ছবির নামেই-বজরঙ্গি ভাইজান। ছবি দেখে মুগ্ধ হয়ে যান কারিনা। কারিনার মুগ্ধতা দেখে সালমান সে ছবি তাঁকে উপহার দেন।
‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে এক মূক ও বধির বাচ্চাকে তার নিজের দেশ পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব পালন করবেন সালমান। কবির খানের ছবি মুক্তি পাবে এই ঈদে, ১৬ জুলাই।
সূত্র: কলকাতা