আফগানিস্তানের পশ্চিম হেরাত
প্রদেশে তালেবান
জঙ্গিদের হামলায়
দেশটির অন্তত
১১ জন
সেনাসদস্য নিহত হয়েছেন।
আফগান কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছে, সেনা সদস্যরা একটি পিক আপ ট্রাকে করে বাদগিস প্রদেশে যাচ্ছিলেন।
ওই সময় তালেবান জঙ্গীরা ট্রাকে হামলা চালায়।
তোলো নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে বলছে, তালেবনারা ওই হামলায় সেনাদের অস্ত্রও চুরি করে নিয়েছে।সূত্র:বিবিসি বাংলা