নিজের নগ্ন ছবি দেখে ফুঁসছেন প্রীতি

S M Ashraful Azom


তাঁর নগ্ন ছবি ফাঁস হওয়ার পর এই প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন অভিনেত্রী প্রীতি গুপ্তা। প্রথমে সমকামীর চরিত্রে অভিনয় এবার একেবারে নগ্ন ছবি ফাঁসের মতো বিতর্ক- হেডলাইনস তাঁকে সবসময়ই তাড়া করে বেড়িয়েছে


কিন্তু এবার একেবারে স্টেপ আউট করে খেললেন প্রীতি বললেন, “অভিনেতা-অভিনেত্রী তথা সেলিব্রিটিদেরও একটা ব্যক্তিগত জীবন থাকে। যেটা থাকে পর্দার পেছনে। আমি এই ঘটনায় খুব রেগে গিয়েছি। এটা মোটেওকুলনয়। দেশে এইরকম ঘটনা নিষিদ্ধ হওয়া উচিত।


ব্যক্তিগত ছবি ফাঁস হওয়ায় যতটাই রেগে গিয়েছেন প্রীতি, ততটাই দুঃখিত তাঁর অভিনীত সিনেমা আনফ্রিডমব্যানডহওয়ায়। প্রীতি এই সিনেমায় এক সমকামীর চরিত্রে অভিনয় করেছেন। হোমোসেক্সুয়ালিটি নিয়ে সমাজের মত কী, তার প্রতিক্রিয়া পেতেই ছবিটি মুক্তি পাওয়া উচিত ছিল


সমকামিতার প্রসঙ্গে উঠতেই যেন আগুনে ঘি পড়ল। কার্যত ফোঁস করে উঠলেন প্রীতি। বললেন, এতে যে সেন্সর বোর্ড কর্তাদের ভয় পাওয়ার কী আছে কে জানে। আমাদের এবার সাবালক হওয়া দরকার। সিনেমাটি মুক্তি পাওয়া উচিত সকলের দেখা উচিত


শোনা যাচ্ছে, প্রীতির নগ্ন ছবির ক্লিপিংসগুলি নাকি এই আনফ্রিডম ছবিরই অংশ বিশেষ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top