উইম্বলডনের আকাশে আচমকাই ড্রোন

S M Ashraful Azom
সোমবার থেকেই শুরু হচ্ছে টেনিসের সেবচেয়ে গ্ল্যামারস টুর্নামেন্ট উইম্বলডন। টেনিসের রথি-মহারথীরা অংশ নিচ্ছেন এই ঐতিহ্যবাহী আসরে। কিন্তু টুর্নামেন্ট শুরুর ৪৮ ঘণ্টা আগেই আচমকাই ড্রোন দেখা গেলো সেখানে।


অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সামনের গলফ কোর্স থেকে একটি ড্রোনকে উড়তে দেখে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। তখনই তারা ড্রোনটিকে বাজেয়াপ্ত করে। যদিও পুলিশ আশ্বস্ত করেছে যে সেটি নিছকই এক ব্যক্তি শখেই ওড়াচ্ছিলেন।


পুলিশের আরও জানাচ্ছে যে, মানুষকে ড্রোন ওড়ানোর আনন্দ থেকে বঞ্চিত করা তাদের উদ্দেশ্য নয়। কিন্ত উইম্বলডন ভেন্যুর ৫০ মিটারের মধ্যে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। তাই তারা ড্রোনটিকে ধরেছে। এ বছর উইম্বলডনের নিষেধাজ্ঞার বেড়াজাল অনেকটাই বেড়েছে। যেমন সেলফি তোলা গেলেও সেলফি স্টিক ব্যবহার করা যাবে না।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top