নিউজিল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে ভারত সরকার। হাইকমিশনার রবি থাপারের স্ত্রী শর্মিলা একজন কর্মচারীকে মারধর করেছেন এ অভিযোগে এ ব্যবস্থা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
যদিও
ওই লাঞ্ছিত ব্যক্তি কোনো অভিযোগ দায়ের করেনি, তবুও স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এ
বিষয়ে তদন্ত শুরু করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বরাত
দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
ধারণা
করা হচ্ছে, ওই কর্মচারী ছিলেন শেফ। এক রাতে ওয়েলিংটনের কূটনৈতিক পাড়া থেকে
২০ কিলোমিটার দূরে তাকে বিপর্যস্ত অবস্থায় হাঁটতে দেখে একজন পুলিশ স্টেশনে
নিয়ে যায়। পরে ওই কর্মচারীকে ওয়েলিংটনের আশ্রয়কেন্দ্রে কয়েক রাত রাখা হয়।
তখন হাইকমিশনারের স্ত্রী শর্মিলা তার সাথে চাকরের মতো ব্যবহার করেন এবং
মারধর করেন বলে ওই কর্মচারী অভিযোগ করেন।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় জানায়, থাপারের নিউজিল্যান্ড ত্যাগের ব্যাপারে মন্ত্রণালয় জানে।