ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে ৬ নির্দেশিকা

S M Ashraful Azom


জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার সহযোগিতায় পিডব্লিউডি উদ্যোগে বাংলাদেশে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে ছয়টি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী ভবন নির্মাণ করা গেলে তা ভূমিকম্প সহনশীল বলে জানান জাপানি  ভূমিকম্প বিশেষজ্ঞ দল


আজ সোমবার রাজধানীর গণপূর্ত ভবনের সম্মেলনকক্ষে জাইকার সিএনসিআরপি প্রকল্প পিডব্লিউডি উদ্যোগে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে রেট্রোফিট টেকনোলোজি ব্যবহার বিষয়ক এক কর্মশালায় এসব কথা জানান জাপানি  ভূমিকম্প বিশেষজ্ঞ দল। সময় কর্মশালায় বক্তব্য দেন পিডব্লিউডি প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া


পিডব্লিউডি প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া বলেন, ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে ন্যাশনাল বিল্ডিং কোড মানার পাশাপাশি রেট্রোফিট টেকনোলোজি ব্যবহার জরুরি


জাপানি ভূমিকম্প বিশেষজ্ঞরা জানান, ঢাকার মতো নগরী যেখানে অসংখ্য ভবন ঝুঁকিপূর্ণ সেখানে জাপানি রেট্রোফিটিং পদ্ধতি ব্যবহার করা গেলে ভবনগুলোকেও ভূমিকম্প সহনশীল করা সম্ভব


এছাড়া কর্মশালায় বক্তব্য দেন জাইকার বাংলাদেশ অফিসের সিনিয়র প্রতিনিধি হিরোইউকি তোমিতা, সিএনসিআরপির প্রকল্প পরিচালক প্রকৌশলী আইনুল ফরহাদ জাপানি ভূমিকম্প বিশেষজ্ঞরা


সিএনসিআরপির প্রকল্প পরিচালক প্রকৌশলী আইনুল ফরহাদ বলেন, ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ঝুঁকিপূর্ণ ভবন না ভেঙে রেট্রোফিট টেকনোলোজি ব্যবহার করা গেলে ৬০ থেকে ৭০ ভাগ আর্থিক খরচ কমানো সম্ভব


এছাড়া জাইকার সিএনসিআরপি প্রকল্পের মাধ্যমে গত চার বছর পিডব্লিউডি প্রকৌশলীদের ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছে জাপানি ভূমিকম্প বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ঢাকার তেজগাঁও ফায়ার সার্ভিস ভবনকে জাপানি রেট্রোফিট টেকনোলোজির মাধ্যমে ভূমিকম্প সহনশীল করা হয়েছে


ভূমিকম্পে নির্দেশিকা


. বিদ্যমান কনক্রিট নির্মিত ভবনের ভূকম্পন সহশীলতা মূল্যায়ন ম্যানুয়েল করতে হবে


২। বিদ্যমান কনক্রিট নির্মিত ভবনকে ভূকম্পন সহশীল করতে নকশা প্রণয়নসংক্রান্ত ম্যানুয়েল থাকতে হবে


৩। বিদ্যমান কনক্রিট নির্মিত ভবনকে ভূকম্পন সহশীল করতে সংস্কার তদারকি সংক্রান্ত ম্যানুয়েল হতে হবে


৪। বিদ্যমান কনক্রিট নির্মিত ভবনের নকশা নির্মাণের গুণগতমান তদারকিসংক্রান্ত গাইডলাইন থাকতে হবে


৫। বিদ্যমান কনক্রিট নির্মিত ভবনের ভূমিকম্পন সহনশীল নকশাসংক্রান্ত ম্যানুয়েল থাকতে হবে


৬। ভূকম্পন ছাড়া অন্যান্য দুর্যোগে বিদ্যমান কনক্রিট নির্মিত ভবনের ঝুঁকি পরিমাপ  এবং ক্ষতির পূর্বাভাসসংক্রান্ত ম্যানুয়েল থাকতে হবে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top