বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি
অভিনেতা নায়করাজ
রাজ্জাকের অবস্থা স্থিতিশীল। বর্তমানে তিনি
রাজধানীর গুলশানের
ইউনাইটেড হাসপাতালের
নিবিড় পর্যবেক্ষণ
কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
ইউনাইটেড হাসপাতাল সূত্র জানিয়েছে, গত রবিবার সন্ধ্যায় অসুস্থ হলে নায়ক রাজ্জাককে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে তার অবস্থার উন্নতি হয়।
বর্তমানে তিনি ছয় নম্বর আইসিইউতে স্পাইরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আদনান ইউসুফের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে অভিনেতা রাজ্জাকের শারীরিক অবস্থার খোঁজ নিতে সকালে ইউনাইটেড হাসপাতালে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সেখানে গিয়ে তিনি রাজ্জাকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাজ্জাকের শারীরিক অবস্থার খোঁজ নেন।