বলিউড অভিনেত্রী সোনম কাপুর ৩০ বছর বয়সে এসেও শিশুটিই রয়ে গেছেন। এখনও তিনি পছন্দ করেন শিশুদের সঙ্গে খেলাধুলা, হুড়োহুড়ি, মারামারি। সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে তিনি তার শিশুতোষ ও শিশুপ্রিয় স্বভাবের কথা জানিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘গো বোঙ্কার্স’ নামে শিশুদের একটি ইনডোর খেলার মাঠের প্রচারণামূলক অনুষ্ঠানে সোনম নিজের শিশুতোষ দুষ্টুমির কথা জানান। ‘গো বোঙ্কার্স’ ২ থেকে ১০ বছর বয়সী শিশুদের খেলাধুলার জন্য নির্মিত একটি প্রতিষ্ঠান।
সোনম কাপুর বলেন, ‘আমি এখনও শিশুই রয়ে গেছি। এখনও আমি স্লাইডে চড়তে ভালোবাসি। এখনও আমি শৈশবের মতোই দুষ্টু আছি। শৈশবের সেই উদ্যাম দিনগুলো আমার খুব মনে পড়ে।’
শিশুদের এই ইনডোর খেলার মাঠ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি ইনডোর খেলার মাঠ। এতে ক্যাফেটেরিয়ার পাশাপাশি যোগ ব্যায়াম চর্চার ব্যবস্থাও রয়েছে। আজকাল শিশুরা ইন্টারনেট ও ফোন নিয়ে ব্যস্ত থাকে। শিশুরা এখন শরীরচর্চা ও শারীরিক খেলাধুলার সুযোগ পায় না। এই শিশুদেরকে শরীরী খেলায় ফিরিয়ে আনতে এই প্রতিষ্ঠানটি কাজ করছে।’
শিশুদের এই ইনডোর খেলার মাঠ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি ইনডোর খেলার মাঠ। এতে ক্যাফেটেরিয়ার পাশাপাশি যোগ ব্যায়াম চর্চার ব্যবস্থাও রয়েছে। আজকাল শিশুরা ইন্টারনেট ও ফোন নিয়ে ব্যস্ত থাকে। শিশুরা এখন শরীরচর্চা ও শারীরিক খেলাধুলার সুযোগ পায় না। এই শিশুদেরকে শরীরী খেলায় ফিরিয়ে আনতে এই প্রতিষ্ঠানটি কাজ করছে।’
বলিউডের খ্যাতিমান অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর হিন্দি সিনেমায় কাজ শুরু করেছিলেন ২০০৫ সালে ব্ল্যাক চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। ২০০৭ সালে সাওয়ারিয়া চলচ্চিত্রে রণবীর কাপুরের বিপরীতে তার নায়িকা হিসেবে অভিষেক। কিছুদিন আগে মুক্তি পাওয়া তার খুবসুরত সিনেমাটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, স্ক্রিন অ্যাওয়ার্ডসসহ কয়েকটি পুরস্কার অর্জন করেছে।