এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনেভস্টমেন্ট ব্যাংকে (এআইআইবি) যোগ
দিতে চুক্তি
স্বাক্ষরের জন্য চীনের বেইজিংয়ে বিশ্বের
৫৭টি দেশের
কর্মকর্তারা একত্রিত হয়েছেন।
ভারত, রাশিয়া, জার্মানি
ও দক্ষিণ
কোরিয়ার পাশাপাশি
এই ব্যাংকের
অন্যতম বড়
শেয়ারহোল্ডার চীন।
চীন নেতৃত্বাধীন এই
ব্যাংকে প্রতিষ্ঠাতা
সদস্য হিসেবে
যুক্তরাষ্ট্র ও জাপান যোগ দেয়নি।
বরং ব্যাংকটির প্রশাসন
নিয়ে প্রশ্ন
তুলে তাতে
যোগ না
দেয়ার জন্য
মিত্র দেশগুলোর
প্রতি আহ্বান
জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনেভস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) শুরু
হচ্ছে প্রায়
একশো বিলিয়ন
ডলারের পুঁজি
নিয়ে।
বিশেষজ্ঞদের অভিমত, বিশ্ব
ব্যাংক ও
এশিয়ান ডেভোলপমেন্ট
ব্যাংক এর
প্রতিদ্বন্দ্বী হিসেবে এই ব্যাংক প্রতিষ্ঠিত
হতে যাচ্ছে।সূত্র:বিবিসি বাংলা