দিনশেষে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

S M Ashraful Azom


টানা দ্বিতীয় দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে উভয় বাজারের লেনদেন। একই সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছেসোমবার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৯.৭৬ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৩১.৯৮ পয়েন্টে। রবিবার সূচক বেড়েছিল ৪৬.৯৩ পয়েন্ট। এর আগে টানা দিন দরপতন হয়েছিল বাজারেএদিকে কার্যদিবস পর ডিএসইতে ফের ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। রবিবারের তুলনায় ৬৬ কোটি ২৬ লাখ টাকা বেড়ে সোমবার লেনদেন হয়েছে ৪২৮ কোটি ৩০ লাখ টাকা। এর আগে ২৩ জুলাই ৪৩৪ কোটি টাকা লেনদেন হয়েছিললেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। ৩১৭টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ৮৮ টির অপরিবর্তিত রয়েছে ৩২টির দরএদিকে লেনদেনের শীর্ষে রয়েছে নতুন তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজ। দিনশেষে কোম্পানির ২০ কোটি ৭৫ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টের লেনদেন হয়েছে ১৭ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকা। ১৬ কোটি লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো, খুলনা পাওয়ার, এফসি এগ্রোবায়োটেক, এসিআই ফরমুলেশন্স, সামিট পাওয়ারদেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৭৫.৩১ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৪৯১.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪২ কোটি ৮৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top